শিরোনাম
নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি আতিকুলের
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২০, ১৭:০৬
নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি আতিকুলের
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

আসন্ন ঢাকা সিটি করপোরেশনের নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানিয়েছেন ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আতিকুল ইসলাম। সরস্বতী পূজা এবং ভোট একই দিনে হওয়ায় এই দাবি জানান তিনি।


শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে রাজধানীর বাওনিয়াবাদ এলাকা থেকে গণসংযোগ শুরু করেন আতিকুল ইসলাম। এ সময় তিনি নির্বাচন কমিশনকে ভোটের তারিখ পরিবর্তনের আহ্বান জানান।


আতিকুল ইসলাম বলেন, পূজার দিন নির্বাচনের তারিখ থাকায় বিষয়টি নির্বাচন কমিশনকে ভেবে দেখার অনুরোধ করছি এবং সুযোগ থাকলে নির্বাচন কমিশন তারিখ পরিবর্তন করলে ভালো হয়।


আতিকুল ইসলাম বলেন, আমাদের সংবিধানেও আছে অসাম্প্রদায়িক বাংলাদেশ, এটা কিন্তু প্রমাণিত হয়েছে বার বার। আমি ইসিকে গতকালও অনুরোধ করেছি আজকেও বলছি যদি সুযোগ থাকে পূজার দিনটা যেন নির্বাচনের দিন না হয়। আমি অনুরোধ করছি নির্বাচন পেছানোর জন্য।


এদিকে, রাজধানীর ধনিয়া এলাকা থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করেন দক্ষিণের বিএনপির মেয়রপ্রার্থী ইশরাক হোসেন। পূজার দিন ভোট কেন, এমন প্রশ্ন রেখে তিনি নির্বাচনের তারিখ পরিবর্তনের দাবি জানান।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com