শিরোনাম
বনানী-এয়ারপোর্ট রেললাইন এলাকায় অভিযানে র‌্যাব
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২০, ১৮:১৯
বনানী-এয়ারপোর্ট রেললাইন এলাকায় অভিযানে র‌্যাব
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর বনানী থেকে এয়ারপোর্ট রেলস্টেশন পর্যন্ত রেললাইন সংলগ্ন এলাকায় র‌্যাবের উচ্ছেদ অভিযান চলছে| বুধবার (৮ জানুয়ারি) বিকেলে বনানী থেকে র‌্যাবের এ অভিযান শুরু হয়।


এর আগে বুধবার দুপুর ২টায় রাজধানীর কারওয়ান বাজার এলাকায় র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অভিযান চালানো হবে বলে ঘোষণা দেয়া হয়েছিল। ঘোষণা দেয়ার দুই ঘণ্টা পরই সেখানে অভিযান শুরু করে র‌্যাব।


বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারী পরিচালক মিজানুর রহমান।


তিনি জানান, রেললাইন কেন্দ্রীক ভাসমান মাদক ও ছিনতাইকারীদের আখড়া উচ্ছেদে র‌্যাবের বিশেষ অভিযান শুরু হয়েছে। প্রাথমিকভাবে বনানী থেকে বিমানবন্দর রেলস্টেশন পর্যন্ত এ অভিযান চালানো হবে।


এর আগে সংবাদ সম্মেলনে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লে. কর্নেল সারওয়ার বিন কাশেম বলেছিলেন, রেলস্টেশনগুলো বিভিন্ন অপরাধের আখড়া। আজ থেকেই ম্যাজিস্ট্রেটকে সঙ্গে নিয়ে র‌্যাব রেলস্টেশনের আশপাশের এলাকাগুলোতে উচ্ছেদ অভিযান চালাবে। রেললাইন সংলগ্ন ভাসমান এসব অপরাধের আখড়াগুলো উচ্ছেদ করা হবে।


বিবার্তা/খলিল/জাই

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com