শিরোনাম
নির্মাণকাজের সুবিধার্থে কালশি-বনানী ফ্লাইওভার ১ মাস বন্ধ
প্রকাশ : ০৭ নভেম্বর ২০১৯, ১৩:৩৮
নির্মাণকাজের সুবিধার্থে কালশি-বনানী ফ্লাইওভার ১ মাস বন্ধ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণকাজের সুবিধার্থে কালশি-বনানী ফ্লাইওভার বন্ধ ঘোষণা করা হয়ছে।


বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল থেকেই ফ্লাইওভারে যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে। আগামী একমাস বন্ধ থাকবে।


ফ্লাইওভার বন্ধ থাকার ফলে কালশি থেকে বনানী-মহাখালীগামী সব যানাবাহন খিলক্ষেত হয়ে ঘুরে যাওয়ায় এই রুটে তীব্র যানজট দেখা দিয়েছে।


উত্তরের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মো. সাজ্জাদ হোসেনের নেতৃত্বে ১৫-২০ জন ট্রাফিক পুলিশসহ সকাল থেকে যানজট নিরসনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেনাবাহিনীর পক্ষ থেকেও যানজট নিরসনে কাজ করছে একটি দল।


এ বিষয়ে উত্তরের ডিসি (ট্রাফিক) প্রবীর কুমার মিত্র বলেন, ইসিবি থেকে বনানীর দিকে আন্ডারপাস নির্মাণের জন্য ফ্লাইওভার কেটে নিচ দিয়ে বক্স বসানো হবে। সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর এ কাজ করছে। এ কারণে সাময়িকভাবে ফ্লাইওভারটি বন্ধ রাখা হয়েছে। আন্ডারপাস নির্মাণ হয়ে গেলে পথচারীদের আরো সুবিধা হবে।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com