শিরোনাম
শাহজালালে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ
প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৯, ১২:৫৫
শাহজালালে বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।


বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা ১১টা ২৫ মিনিটে বিমানটি জরুরি অবতরণ করে।


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক উইং কমান্ডার এএইচএম তৌহিদ-উল আহসান বিষয়টি নিশ্চিত করেছেন।


তবে কী কারণে বিমানটি জরুরি অবতরণ করেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে তথ্য দেননি তিনি।


এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও তথ্য দিয়েছেন তিনি।


তৌহিদ উল আহসান জানান, বৃহস্পতিবার সকালে সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।


পরে বিমানটির পাইলট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আগে জরুরি অবতরণ করবে বলে জানান। পাইলটের এ তথ্যে বিমানটির জরুরি অবতরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।


প্রসঙ্গত গত ২১ অক্টোবর চীনের গুয়াংজু থেকে ২৯৯ আরোহী নিয়ে সৌদি আরবের রিয়াদগামী সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনসের একটি বোয়িং ৭৮৭-৯ উড়োজাহাজ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করে।


উড়োজাহাটির একটি ইঞ্জিন বন্ধ হওয়ায় এটি জরুরি অবতরণে বাধ্য হয় বলে বিমানবন্দর সূত্র জানায়। সে ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।


বিবার্তা/এরশাদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com