শিরোনাম
রাজধানীতে কর্মচারী হত্যা, গ্রেফতার ১
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৯, ০৯:০৩
রাজধানীতে কর্মচারী হত্যা, গ্রেফতার ১
বিবার্তা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজধানীর পুরান ঢাকার একটি জুতার কারখানায় পিয়াল (১৮) নামের এক কর্মচারীকে হত্যা করা হয়েছে।


মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে ১০৪/৩ হাজি ওসমান গনি রোডের আল-আমিন নামের জুতার কারখানায় এ হত্যাকাণ্ড ঘটে। পরে বংশাল থানা-পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিডফোর্ড হাসপাতাল) পাঠায়।


পুলিশ জানায়, এ ঘটনায় ওই কারখানার বাবু নামের এক কর্মচারীকে গ্রেফতার করা হয়েছে। পিয়াল দীর্ঘদিন ধরে ওই জুতার কারখানায় চাকরি করতেন। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জের ডুলিয়া ইউনিয়নের পাইটাকুল।


বাবুর বাড়িও কিশোরগঞ্জে। ঘটনার পর পিয়ালের বাবা লিকন (৫০) বাদী হয়ে বংশাল থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।


বংশাল থানার ওসি শাহীন ফকির বলেন, নিহতের দুই হাতের রগ ও দুই পায়ের হাঁটুর পেছন থেকে কেটে হত্যা করা হয়েছে। হাত এমনভাবে কাটা হয়েছে যে একটু ঝুলে আছে। রশি দিয়ে গলা চেপে হত্যা করা হয়।


তিনি বলেন, বাবু নামে নিহতের এক সহকর্মীকে গ্রেফতার করেছি। প্রাথমিকভাবে সে ঘটনায় সংশ্লিষ্ট থাকার বিষয় স্বীকার করেছে। ওর মাধ্যমে অন্যদের ধরার চেষ্টা চলছে। এর পেছনে অন্য কোনো রহস্য আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে।


নিহতের বাবা লিকন বলেন, পিয়ালরে কেন যে মারল কিছুই বুঝলাম না। মামলা করছি, এহন ন্যায়বিচার যাতে পাই সেইটা চাই।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com