শিরোনাম
কাউন্সিলর মিজানের বিরুদ্ধে র‌্যাবের মামলা
প্রকাশ : ১২ অক্টোবর ২০১৯, ১৩:২৪
কাউন্সিলর মিজানের বিরুদ্ধে র‌্যাবের মামলা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৩২ নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান মিজানের বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা করেছে র‌্যাব।


শনিবার (১২ অক্টোবর) র‌্যাব-২ বাদী হয়ে রাজধানীর মোহাম্মদপুর থানায় মামলাটি দায়ের করে।


মোহম্মদপুর থানার ওসি গণেশ গোপাল বিশ্বাস বলেন, মিজানের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। মামলা নম্বর ৩১।


র‌্যাব-২ এর সিইও লে. কর্নেল আশিক বিল্লাহ জানান, মিজানের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। এর মধ্যে শ্রীমঙ্গলে একটি অস্ত্র মামলা ও রাজধানীর মোহাম্মদপুরে মানি লন্ডারিং আইনে করা মামলা।


গত শুক্রবার ভোরে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে কাউন্সিলর মিজানকে আটক করে র‌্যাব। চলমান জুয়া ও ক্যাসিনোবিরোধী অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে।


কাউন্সিলর মিজান দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিলেন বলে জানিয়েছে র‌্যাব। তার বিরুদ্ধে ক্যাসিনো কাণ্ডে যুক্ততারও প্রমাণ আছে বলে জানা গেছে।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com