শিরোনাম
কাওরান বাজারে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৯, ১৪:১৮
কাওরান বাজারে ডিএনসিসির উচ্ছেদ অভিযান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

রাজধানীর কাওরান বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।


বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কাওরান বাজারে ২৬ নম্বর ওয়ার্ড শ্রমিক লীগের কার্যালয় ভাঙার মধ্যদিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভ্রাম্যমান আদালত। এ উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিদ আনোয়ার।


জানা গেছে, কারওয়ান বাজারে দীর্ঘদিন ধরে দখলে ছিল ২০ ফুট ফুটপাত ও শ্রমিক লীগের এই কার্যালয়। সংগঠনটির তেজগাঁও থানাধীন ২৬ নম্বর ওয়ার্ডের কার্যালয় ছিল এটি। প্রায় ২০০ বর্গফুট জায়গা দখল করে ছিল কার্যালয়টি। সকাল ১১টা ১১ মিনিটে শুরু হয়ে ১১টা ২১ মিনিটের মধ্যে ভেঙে ফেলা হয় স্থাপনাটি। মাত্র ১০ মিনিটের মধ্যেই পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত হয় জায়গাটি।


এর আগে বুধবারও কারওয়ান বাজার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যেমে ওই এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা ফুটপাত ও সড়ক দখল করার দায়ে প্রায় ৮০টি অস্থায়ী দোকানসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করা হয়।


শ্রমিক লীগের কার্যালয় ছাড়াও কারওয়ান বাজারের প্রায় অর্ধশতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ডিএনসিসি।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com