শিরোনাম
মশার ওষুধে দক্ষিণে খরচ বেশি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩২
মশার ওষুধে দক্ষিণে খরচ বেশি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ডেঙ্গু মশা নিধনে একই ওষুধ কেনার ক্ষেত্রে ঢাকা উত্তর সিটি করপোরেশের চেয়ে দক্ষিণ সিটি করপোরেশন ৪০ শতাংশ বেশি টাকা খরচ করেছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।


বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর মাইডাস সেন্টারে টিআইবির কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানানো হয়। এ সময় ‘ঢাকা শহরে এডিস মশা নিয়ন্ত্রণে প্রশাসনের চ‌্যালেঞ্জ ও উত্তরণের উপায়’ শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।


সংবাদ সম্মেলনে জানানো হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ডাকইয়ার্ড অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস লিমিটেডের মাধ্যমে লিমিট অ‌্যাগ্রো প্রোডাক্টের কাছ থেকে প্রতি লিটার কীটনাশক ৩৭৮ টাকায় সরাসরি কেনার কার্যাদেশ দেয়। একই প্রতিষ্ঠান ঢাকা উত্তর সিটি করপোরেশনের উন্মুক্ত দরপত্রে প্রতি লিটার কীটনাশক ২১৭ টাকায় দেয়ার প্রস্তাব করে। এ হিসেবে দক্ষিণ সিটি করপোরেশনের ক্ষতি হয়েছে লিটারপ্রতি ১৬১ টাকা। অর্থাৎ ৪০ শতাংশ বেশি আর্থিক ক্ষতি করে দক্ষিণ সিটি করপোরেশন কীটনাশক কিনেছে।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com