শিরোনাম
ঢাকা উত্তরের ১৩৭৮ বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা
প্রকাশ : ৩১ আগস্ট ২০১৯, ১০:১৪
ঢাকা উত্তরের ১৩৭৮ বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা উত্তরে সিটি কর্পোরেশনের এডিস মশা নির্মূলে বাড়িতে বাড়িতে চিরুনে অভিযানে ২৫ আগস্ট থেকে ছয় দিনে ৩৬টি ওয়ার্ডে ৬৩ হাজার ২৭৭টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে মোট এক হাজার ৩৭৮টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পেয়েছে ডিএনসিসি।


এ ছাড়া ৩৩ হাজার ৫৬৪টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থান বা জমে থাকা পানি পাওয়া গেছে।


‘এডিস মশা ধ্বংসকরণ ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান’ বা চিরুনি অভিযানের ষষ্ঠ দিন শুক্রবার ডিএনসিসির ৩৬টি ওয়ার্ডে ১১ হাজার ৪৫টি বাড়ি ও স্থাপনা পরিদর্শন করে পরিচ্ছন্নতা ও মশক নিধনকর্মীরা। এদিন মোট ১৫৫টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়া গেছে।


লার্ভা পাওয়া এসব বাড়ি ও স্থাপনায় ‘এ বাড়ি/স্থাপনায় এডিস মশার অস্তিত্ব পাওয়া গেছে’ লেখা স্টিকার লাগানো হয়েছে। এ ছাড়া ছয় হাজার ৮১টি বাড়ি ও স্থাপনায় এডিস মশার বংশবিস্তার উপযোগী স্থান/জমে থাকা পানি পাওয়া গেছে। এডিস মশার বংশবিস্তারের উপযোগী এসব উপকরণ ধ্বংস করা হয়েছে।


এডিস মশা নির্মূলে ডিএনসিসির ‘চিরুনি অভিযান’ অব্যাহত থাকবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com