শিরোনাম
চট্টগ্রামে ‘শিশুসাহিত্য উৎসব ও ছোটদের বইমেলা’ শুরু
প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৭:৪৬
চট্টগ্রামে ‘শিশুসাহিত্য উৎসব ও ছোটদের বইমেলা’ শুরু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমির উদ্যোগে চট্টগ্রামে তিনদিনব্যাপী ‘শিশুসাহিত্য উৎসব ও ছোটদের বইমেলা ২০১৮’ বৃহস্পতিবার বিকালে শুরু হয়েছে।


চট্টগ্রাম শিল্পকলা একাডেমির গ্যালারি ভবনে বিকেল সাড়ে ৪টায় উৎসব উদ্বোধন করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান। অধ্যাপক ড. অনুপম সেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচক ছিলেন সাংবাদিক-শিক্ষাবিদ আবুল মোমেন, শিশুসাহিত্যিক আলী ইমাম, ছড়াকার আমীরুল ইসলাম, আসলাম সানী, মারুফুল ইসলাম, আনজীর লিটন ও সৈয়দ সিরাজুল ইসলাম।


প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত অনুষ্ঠেয় ‘শিশুসাহিত্য উৎসব ও ছোটদের বইমেলা’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে শিশুসাহিত্যের সাম্প্রতিক গতি-প্রকৃতি শীর্ষক সেমিনার, লেখা পাঠ, শিশুসাহিত্য পদক বিতরণ, আবৃত্তি প্রতিযোগিতা, নতুন বইয়ের পাঠ উন্মোচন, ছোটদের বইয়ের প্রকাশনা বিষয়ে আলোচনা। সেমিনারের বিভিন্ন পর্বে আলোচনায় অংশ নেবেন ড. মাহবুবুল হক, রফিকুর রশীদ, সৈয়দ আল ফারুক, ওমর কায়সার, ফারুক হোসেন, মনি হায়দার, মোস্তফা হোসেইন, রহীম শাহ, আহসান মালেক, স.ম. শামসুল আলম, হাসনাত আমজাদ, পাশা মোস্তফা কামাল, কামরুজ্জামান কাজল, শুকলাল দাশ, আজিজ রাহমান, মাহফুজুর রহমান, নাসের রহমান, সজল দাশ, তহুরীন সবুর ডালিয়া, এলিজাবেথ আরিফা মুবাশশিরা, আমিনুর রশীদ কাদেরী, মেহের আফরোজ হাসিনা, রোকেয়া হক, আমিনা রহমান লিপি, কাজী রুনু বিলকিস, রহমান হাবীব, জিনাত আজম, চৌধুরী ফরিদ, সৈয়দা রিফাত আকতার নিশু, নজরুল জাহান, মিজানুর রহমান শামীম, ড. সৌরভ শাখাওয়াত, জাকির হোসেন কামাল, শিবুকান্তি দাশ, রমজান মাহমুদ প্রমুখ।


বাংলাদেশ শিশুসাহিত্য একাডেমি পদক-২০১৮ প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দৈনিক আজাদী সম্পাদক এম এম মালেক, আলোচক থাকবেন ড. আনোয়ারা আলম, নেছার আহমদ ও প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া। পদক পাবেন : বিপুল বড়ুয়া, দীপক বড়ুয়া, এমরান চৌধুরী, উৎপলকান্তি বড়ুয়া, সৈয়দ খালেদুল আনোয়ার, জসীম মেহবুব, মাহবুবুল হাসান ও অরুণ শীল।


তিনদিনের লেখা পাঠ পর্বে সভাপতিত্ব করবেন এয়াকুব সৈয়দ, মর্জিনা আখতার, মৃণালিনী চক্রবর্তী, আমান উদ্দিন আবদুল্লাহ ও দীপালী ভট্টাচার্য। বইমেলায় ৩০% থেকে ৫০% কমিশনে শিশুসাহিত্যের বই বিক্রি হবে।


বিবার্তা/হুমায়ুন/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com