শিরোনাম
লামায় কৃষকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের মতবিনিময়
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০১৮, ১৬:০২
লামায় কৃষকের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের মতবিনিময়
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের লামা উপজেলায় বেসরকারি সংস্থা কারিতাস এগ্রো ইকোলজি প্রকল্পের উদ্যোগে উপকারভোগী কৃষকের সাথে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


প্রান্তিক কৃষকের মাঝে বিভিন্ন দফতরের সেবা সমূহ পৌঁছানোর লক্ষ্যে মঙ্গলবার দুপুরে প্রকল্পের উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।


প্রকল্পের মাঠ কর্মকর্তা মামুন সিকদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন এগ্রো সার্ভিস সেন্টারের উপ-পরিচালক মাহফুজুর রহমান।


এতে উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সানজিদা বিনতে সালাম, লামা প্রেসক্লাব সভাপতি প্রিয়দর্শী বড়ুয়া, কারিতাসের মাইক্রো ক্রেডিট কর্মকর্তা কামাল উদ্দিন, ব্র্যাক ম্যানেজার জসিম উদ্দিন, কারিতাস স্যাপলিং প্রকল্পের উপজেলা সমন্বয়ক ইয়াহিয়া আহমেদ, এনজেড একতা মহিলা সমিতির প্রতিনিধি নজরুল ইসলাম, সাংবাদিক নুরুল করিম আরমান, সূর্যের হাসি ক্লিনিক প্রতিনিধি উম্মে গোলজার সাদিয়া বিশেষ অতিথি ছিলেন।


সভায় উপস্থিত অতিথিরা নিজ নিজ বিভাগের সেবাসমূহ উপকারভোগী কৃষকের মাঝে তুলে ধরার পাশাপাশি আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।


বিবার্তা/নুরুল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com