শিরোনাম
লামায় ২৮ প্রতিষ্ঠানে মাছের পোনা বিতরণ
প্রকাশ : ১৩ আগস্ট ২০১৮, ১২:০৪
লামায় ২৮ প্রতিষ্ঠানে মাছের পোনা বিতরণ
লামা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবানের লামা উপজেলা মৎস্য অধিদফতরের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে মাছের পোনা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। উপজেলার ২৮টি প্রতিষ্ঠানে বিভিন্ন প্রজাতির ২৭৩.০৯ কেজি মাছের পোনা বিতরণ করা হয়।


উপজেলা পরিষদের পুকুরে মৎস্যপোনা অবমুক্ত করে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইসমাইল।


এ সময় জেলা পরিষদ সদস্য মোস্তফা জামাল, নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমি, মৎস্য কর্মকর্তা রাশেদ পারভেজ রাজু, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিন্টু কুমার সেন, প্রাণী সম্পদ কর্মকর্তা জুয়েল মজুমদার, সমাজসেবা কর্মকর্তা মোঃ আলী হোসেন ও পুলিশ পরিদর্শক আপ্পেলা রাজু নাহা প্রমুখ উপস্থিত ছিলেন।


উপস্থিত অতিথিরা উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভার সকল ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের কাছে মাছের পোনা তুলে দেন।


বিবার্তা/নুরুল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com