শিরোনাম
লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু
প্রকাশ : ২১ জুলাই ২০১৮, ১৬:৩৭
লক্ষ্মীপুরে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘সবুজে বাঁচি, সবুজে বাঁচাই, নগর-প্রাণ-প্রকৃতি সাজাই’ এই স্লোগানে লক্ষ্মীপুরে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা। বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে লক্ষ্মীপুর কালেক্টরেট ভবন প্রাঙ্গণে এর আয়োজন করা হয়েছে।


শনিবার সকালে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। এ উপলক্ষে র‌্যালি বের করা হয়, সেটি শহর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি গোলাম ফারুক পিংকু, অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, সহকারি বন সংরক্ষক মো. মফিজ উল্যা ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. বেলাল হোসেন খাঁন প্রমুখ।


মেলায় বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা নিয়ে প্রায় অর্ধশত স্টল বসেছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা সবার জন্য খোলা থাকবে। আগামী ২৮ জুলাই পর্যন্ত মেলা চলবে।


বিবার্তা/সুমন/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com