শিরোনাম
বান্দরবানে বিশ্ব পরিবেশ দিবস পালন
প্রকাশ : ০৫ জুন ২০১৮, ২২:১০
বান্দরবানে বিশ্ব পরিবেশ দিবস পালন
বান্দরবান প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্লাষ্টিক দূষণ বন্ধ করার ওপর গুরুত্ব দিয়ে বান্দরবানে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।


সভায় বক্তারা, পরিবেশ সুরক্ষায় পাবর্ত্য এলাকায় যত্রতত্র অপরিকল্পিতভাবে পাহাড় কাটা, গাছ কাটা ও নদীর পানিতে ময়লা আবর্জনা না ফেলার অনুরোধ জানান এবং সুস্থ্য ও সুন্দরভাবে আগামী প্রজন্মকে বেড়ে ওঠতে বেশি বেশি ফলজ, বনজ ও ওষধি চারা লাগানোর আহবান জানান।


অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আসলাম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান, বিভাগীয় বন কর্মকর্তা মো. কামাল হোসেন, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/নয়ন/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com