শিরোনাম
লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের ওপর হামলাকারী গ্রেফতার
প্রকাশ : ২৭ মে ২০১৮, ১৮:১৭
লক্ষ্মীপুরের রায়পুরে পুলিশের ওপর হামলাকারী গ্রেফতার
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরের রায়পুরে এএসআই সহ দুই পুলিশকে মারধর করার ঘটনায় মামলা হয়েছে। শনিবার রাতে আহত এএসআই ওমর ফারুক বাদি হয়ে জাহাঙ্গীর আলম লিটন আখনকে আসামি করে মামলা করেন। পরে রাতেই পুলিশ উপজেলার রাখালিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।


লিটন উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ড সদস্য আলমগীর হোসেন ওরফে মো. আলী আখনের বড় ভাই। আর আহত পুলিশ সদস্যরা হলেন এএসআই ওমর ফারুক ও কনস্টেবল মো. হাবীব। তারা হাজীমারা পুলিশ ফাঁড়িতে কর্মরত।


পুলিশ জানায়, শনিবার দুপুরে মোটরসাইকেল যোগে দুই পুলিশ উপজেলার চরবংশী ইউনিয়নের আখন বাজার এলাকায় একটি বাড়িতে আদালতের নোটিশ নিয়ে যাচ্ছিলেন। পশ্চিম চরলক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে সড়কের ওপর একটি অটোরিকশাকে সাইট দেয় তারা। এ সময় সড়কের পাশে দাড়িয়ে থাকা লিটনের গা ঘেঁষে পুলিশের মোটরসাইকেলটি যায়। একপর্যায়ে লিটন পুলিশকে অশালীন কথা বলে। ওই দুই পুলিশ সদস্য মোটরসাইকেল পাসে রেখে অশালীন কথার কারণ জানতে চাইলে কিছু বুঝে ওঠার আগেই তাদেরকে এলোপাতাড়ি মারধর করতে থাকে।


রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান বলেন, পুলিশকে আহত করার ঘটনায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। আসামি ঘটনার দায় স্বীকার করেছেন।


বিবার্তা/সুমন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com