শিরোনাম
লক্ষ্মীপুরে তিনজনের যাবজ্জীবন
প্রকাশ : ১৬ নভেম্বর ২০১৬, ১৬:৪৫
লক্ষ্মীপুরে তিনজনের যাবজ্জীবন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরে সাত বছরের শিশু মো. মামুন হত্যার দায়ে আবুল বাশার, সাইফুর রহমান ও হামিদা বেগম নামে তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বিকেল সাড়ে ৩টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ড. এ কে এম আবুল কাশেম রায় দেন। রায়ে তিনি একজনকে খালাস দিয়েছেন।


রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।


২০০৯ সালের ২৮ জুন লক্ষ্মীপুর সরকারি শিশু পরিবার থেকে শিশু মো. মামুন (৭) নিখোঁজ হয়। নিখোঁজের তিন দিন পর ২ জুলাই শিশু পরিবার সংলগ্ন সাহাপুরের একটি পুকুর পাড় থেকে হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ। নিহত মামুন চাঁদপুর জেলার মধ্য ইছুলী গ্রামের নতুন বাজার এলাকার বাসিন্দা আক্তার মিয়ার ছেলে।


এ ঘটনায় লক্ষ্মীপুর সরকারি শিশু পরিবারের উপ-তত্ত্বাবধায়ক মো. আব্দুল আজিজ মাহবুব সদর থানায় হত্যা মামলা করেন।
মামলায় ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা লক্ষ্মীপুর শিশু পরিবারের আয়া হামিদা বেগম, কম্পিউটার অপারেটর যশোরের বাসিন্দা খায়রুল বাশার, বরিশালের বাকেরগঞ্জের শিক্ষক সাইফুর রহমান ও ভোলার বাসিন্দা দারোয়ান বাবুল হোসেনকে আসামি করা হয়।


বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com