শিরোনাম
চাঁদপুর মতলব দক্ষিণ খাদেরগাঁও ইউপি নির্বাচন আবারো স্থগিত
প্রকাশ : ২৮ অক্টোবর ২০১৬, ০১:২৯
চাঁদপুর মতলব দক্ষিণ খাদেরগাঁও ইউপি নির্বাচন আবারো স্থগিত
চাঁদপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচন দ্বিতীয়বারের মত ৬ মাসের জন্য স্থগিত করেছে উচ্চ আদালত। সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং-১২৬৯০/২০১৬ এর আদেশের আলোকে অনুষ্ঠিতব্য মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়ের নির্বাচনের বিষয়ে ৬ মাসের জন্য স্থগিত করা হয়।


উপজেলার নির্বাচন অফিসার ও খাদেরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. আবু জাহের ভূঁঞা বিষয়টি নিশ্চিত করেছেন।


নারায়ণপুর ইউনিয়নের বারিগাঁও গ্রামের মো. সাত্তার শেখের ছেলে জসিম বাদী হয়ে গেজেটের বিরুদ্ধে মামলায় করায় এ নির্বাচন স্থগিত করা হয়।


বৃহস্পতিবার দুপুর ২টায় তিনি খাদেরগাঁও ইউনিয়নের নির্বাচন স্থগিতাদেশের একটি পত্র পায়। পত্রটি পাওয়ার পর তিনি খাদেরগাঁও ইউপি নির্বাচন স্থগিতের নোটিশ জারি করেন।


নির্বাচনী কার্যক্রম পরবর্তী নির্দেশ না পাওয়া খাদেরগাঁও ইউপি নির্বাচন স্থগিত ঘোষণা করেন রিটার্ণিং অফিসার।


প্রসঙ্গত, নারায়ণপুর ইউনিয়নের জসিম নামের এক ব্যাক্তি বারিগাঁও গ্রামের ভোটার স্থানান্তরিত করে খাদেরগাঁও ইউনিয়নে অন্তর্ভুক্ত করা ও গেজেটের বিষয়ে উচ্চ আদালতে মামলা করে।


ভোটার সীমানা জটিলতা বিষয়ে আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মো. সেলিম এর যৌথ বেঞ্চ গত ২৬ অক্টোবর ৬ মাসের স্থগিতাদেশ দেন।


এর আগেও পাশ্ববর্তী নারায়ণপুর ইউনিয়নের একই বিষয়ে উচ্চ আদালতে করা মামলায় নির্বাচন স্থগিত করে দেয় হাইকোর্ট।


পরবর্তীতে আইনগত জটিলতা কাটিয়ে পুনরায় নির্বাচনের তারিখ ঘোষণা করেন নির্বাচন কমিশন।


এ দিকে এ ইউনিয়নের নির্বাচন স্থগিতাদেশের খবর চারদিকে ছড়িয়ে পড়লে প্রতিদ্বন্ধী প্রার্থী ও ভোটারদের মাঝে চরম উত্তেজনা দেখা যায়। বর্তমানে ওই ইউনিয়নে থমথমে বিরাজ করছে।


বিবার্তা/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com