শিরোনাম
গণপিটুনিতে অপহরণ চক্রের সদস্য নিহত
প্রকাশ : ১৯ মে ২০১৭, ০২:৫৩
গণপিটুনিতে অপহরণ চক্রের সদস্য নিহত
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের ঈদগাঁও এলাকায় গণপিটুনিতে জয়নাল আবেদীন (৩২) নামে অপহরণ চক্রের এক সদস্য নিহত হয়েছে।


বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের কালিরছড়ার পূর্ব দিকের পাহাড়ে এ ঘটনা ঘটে। উত্তেজিত জনতা নিহতের দু'পা কেটে দিয়েছে। এসময় তার আরেক সহযোগীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা।


নিহত জয়নাল আবেদীনের বাড়ি ভোমরিয়াঘোনা এলাকায় বলে জানা গেলেও বাবার নাম তাৎক্ষনিক জানাতে পারেনি কেউ। আটক অপর যুবক চট্টগ্রামের লোহাগড়ার চুনতি এলাকার নুরুন্নবী (৩০) বলে জানা গেছে।


ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক (তদন্ত) মো. খায়রুজ্জামান জানান, পাহাড়ে অপহরণ চক্রের সদস্যরা বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কালিরছরার পূর্ব পাশের পাহাড়ে অবস্থান নেয়।


এখবর পেয়ে স্থানীয় জনতা পুলিশে খবর দিয়ে নিজেরাও জড়ো হয়। পুলিশ পৌঁছানোর আগে অর্ধশতাধিক লোক রাত সাড়ে ৮টার দিকে অপরাধীদের ধাওয়া করে।


এতো মানুষের ধাওয়া দেখে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পালানো শুরু করে অপহরণকারী চক্র। ধাওয়াকারীরা পিছু নিয়ে দু'জনকে ধরে ফেলে।


এর পর উত্তেজিত জনতা তাদের গণধোলাই দেয়। এতে দুজনই অজ্ঞান হয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জয়নালের মরদেহ ও নুরুন্নবীকে আহতাবস্থায় উদ্ধার করে।


বিবার্তা/আকবর/হোসেন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com