
খাগড়াছড়িতে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন খাগড়াছড়ি জেলা শাখা। লাগামহীন চাঁদাবাজি, লুটপাট, সন্ত্রাস, অযাচিত হয়রানি, অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে আয়োজিত মানববন্ধনে অপরাধীদের বিরোধীদের কঠোর হুঁশিয়ারি জানানো হয়।
৪ সেপ্টেম্বর, বুধবার দুপুরে খাগড়াছড়ি জেলা সদরের শাপলা চত্বরে আয়োজিত মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি জানান নেতৃবৃন্দরা।
এতে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দানকারী শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হাবীবুর রহমান সুমন, শামীম আহমেদ, মাহমুদুল হাসান,সায়েম। পরে আমিরুল ইসলাম এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মানববন্ধনে সমাপ্তি করা হয়।
ছাড়াও শিক্ষার্থী, আল আমিন, নার্গিস আক্তার, বাধন, জালাল, ফাহিমসহ মানববন্ধনে অংশ নেয়া খাগড়াছড়ির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত অনেকেই এতে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, কোন দুর্নীতিবাজদের ছাড় নেই। বিভিন্ন দপ্তরে ঘুষ গ্রহণ, সরকারি বিভিন্ন কাজে বাঁধা দিয়ে দলীয় কমিশন বাণিজ্য, সিন্ডিকেট, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, মিথ্যা মামলায় আসামি করে সাধারণ মানুষকে হয়রানি, চাঁদাবাজিসহ অনৈতিক সব ধরনের অপরাধীদের বিচার হবে হুঁশিয়ারি দেন বক্তারা।
বিবার্তা/আল-মামুন/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]