
প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে বান্দরবান জেলার লামা উপজেলায় কার্প জাতীয় মিশ্র মাছ চাষের উপর রিফ্রেশার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মঙ্গলবার (২০ আগস্ট) উপজেলার ২০ জন সুফলভোগীকে নিয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে বান্দরবান জেলা মৎস্য কর্মকর্তা অভিজিৎ শীল, প্রকল্পের বান্দরবান জেলার পরিচালক মামুনুর রহমান ও উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ হিল মারুফ প্রশিক্ষক ছিলেন।
প্রশিক্ষণ শেষে সুফলভোগীদের নিয়ে সরেজমিন মাঠ পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় করেন প্রশিক্ষকরা।
এ বিষয়ে লামা উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লা হিল মারুফ বলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের অনগ্রসর ও প্রান্তিক জনগোষ্ঠীর পুষ্টি চাহিদা পূরণে মৎস্য চাষ বাড়াতে গৃহীত হয় পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প। এ প্রকল্পটির মাধ্যমে উপজেলার পাহাড়ি জনগোষ্ঠীর সুফলভোগীদের সামাজিক-অর্থনৈতিক অবস্থার উন্নয়ন সাধিত হচ্ছে।
তিনি আরও জানান, এ প্রকল্পের আওতায় ২০২৩-২৪ অর্থবছরে উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় মৎস্যচাষ উপযোগী ক্রিক উন্নয়ন করা হয়েছে ৫ টি, কার্প জাতীয় মাছের মিশ্র চাষ বিষয়ে ৬০ জনকে ৩ দিনের প্রশিক্ষণসহ প্রদর্শনী খামার স্থাপন করা হয় ৪ টি। এছাড়া ক্রিকে মৎস্য আবাসস্থল সংস্কার করা হয় ৩টি, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা হয় ৫ জনের এবং ৩০ জন স্টেকহোল্ডার নিয়ে ১টি কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সাম্প্রতিক সময়ে মৎস্য চাষের নতুন নতুন জলাশয় তৈরি হয়েছে যা পাহাড়ি জনগোষ্ঠীর পানির অভাব দূর করছে এবং বেকার যুবক-নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে বলেও জানান আব্দুল্লা হিল মারুফ।
বিবার্তা/আরমান/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]