শিরোনাম
রাঙামাটিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭
প্রকাশ : ২০ অক্টোবর ২০১৬, ১৫:০৭
রাঙামাটিতে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ৭
রাঙামাটি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাঙামাটি সরকারি কলেজে সভাপতি ও সাধারণ সম্পাদক গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাতজন আহত হয়েছেন।


বৃহস্পতিবার বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।


আহতরা হলেন- এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র সাব্বির রহমান, অনার্স ফাইনাল ইয়ারের হাসান মুরাদ, অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাজিম উদ্দিন, অনার্স প্রথম বর্ষের ছাত্র দীপংকর দে ও এইচএসসি দ্বিতীয় বর্ষের নুর নবী। বাকি দুই জনের নাম জানা যায়নি।


কলেজ ছাত্রলীগের সভাপতি সুলতান মাহমুদ বাপ্পা জানান, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াদ ও তার দলবল কলেজের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা চালায়। এতে সাত শিক্ষার্থী আহত হন।


ছাত্রদল থেকে আসা শাওন, দিদার, রকি, মুজিবুল, রাসেল, সোহাগ ছাত্রলীগের ঐক্যে ভাঙন ধরাতে কলেজের ছাত্রদের ওপর এ হামলা চালায়। এসব হামলাকারীদের গ্রেফতার দাবিতে জড়িতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে বলে জানান বাপ্পা।


এ বিষয়ে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমতিয়াজ রিয়াদের মোবাইলে ফোন করা হলে নাম্বারটি বন্ধ পাওয়া যায়।


কলেজের অধ্যক্ষ জাফর আহম্মেদ জানান, কলেজের শান্তিশৃঙ্খলা নষ্ট করার জন্য একটি মহল এ হামলা চালিয়েছে। মূলত ক্ষমতা দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে।


জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল জব্বার সুজন বলেন, ঘটনাটি খুবই ন্যাক্কারজনক। বিএনপি-জামায়াতের অনুসারীরা ছাত্রলীগ নেতাকর্মীদের ওপর এ হামলা চালিয়েছে।


কোতয়ালী থানার ওসি মোহাম্মদ রশিদ জানান, পরিস্থিতি িএখন নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয় হবে।


বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com