
প্রতি বছরের ন্যায় এবারও বিশিষ্ট নয়জনকে একুশে স্মারক সম্মাননা পদক এবং বিশিষ্ট সাতজনকে সাহিত্য সম্মাননা পুরস্কার প্রদান করছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)।
মঙ্গলবার বিকেল ৪ টায় মুসলিম ইনস্টিটিউট হল চত্বরে একুশে মঞ্চে একুশে স্মারক সম্মাননা পদক ও সাহিত্য সম্মাননা পুরস্কার প্রদান করা হবে।
চসিকের তথ্যমতে, ২০১৭ সনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের একুশে স্মারক সম্মাননা পদক ভূষিত হচ্ছেন বেগম মুশতারি শফি (মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা আন্দোলনে), শ্যামসুন্দর বৈষ্ণব (মরনোত্তর) (সংগিতে), আব্দুল গফুর হালী (মরনোত্তর) (মরমী সংগিতে), প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া (শিক্ষায়), আলহাজ্ব মো. আজিম আলী (সমাজসেবায়), প্রফেসর ডা. এ. এস. এম. ফজলুল করিম (চিকিৎসাসেবায়), এম. নাসিরুল হক (সাংবাদিকতায়), শেখ মোজাফ্ফর আহমেদ (মরনোত্তর) (ভাষা আন্দোলনে) ও মুহাম্মদ হাফিজুর রহমান (ক্রীড়ায়)।
এছাড়াও সাহিত্য সম্মাননা পুরস্কারে ভূষিত হচ্ছেন কথা সাহিত্যে মোহিত উল আলম (ময়মনসিংহ ত্রিশাল কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য,উপন্যাসিক ও গল্পকার), কবিতায় সাংবাদিক কবি ও প্রাবন্ধিক অরুন দাশ গুপ্ত, শিশু সাহিত্যে ছড়াকার বিপুল বড়ুয়া, নাটকে নাট্যকার অভিনেতা ও সঙ্গিত শিল্পী মিলন চৌধুরী, নাটকে অর্থনৈতিক বিশ্লেষক,নাট্যকার ও কবি অভিক ওসমান, মুক্তিযুদ্ধ গবেষণায় ডা. মাহফুজুর রহমান ও প্রবন্ধ ড. মাহবুবুল হক।
অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন প্রধান অতিথি থাকবেন বলে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা আব্দুর রহিম নিশ্চিত করেন।
বিবার্তা/রাজু/আকবর
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]