শিরোনাম
মাদক মামলায় যুবকের ১০ বছর জেল
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৬, ১৬:৫৭
মাদক মামলায় যুবকের ১০ বছর জেল
পিরোজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরে মাদক মামলায় নেছার উদ্দিন শেখ (৩২) নামে এক যুবককে ১০ বছরের জেল দিয়েছেন আদালত। পাশাপাশি ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের জেল দেন।


বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. গোলাম কিবরিয়া এ রায় দেন। নেছার উদ্দিন শহরের শেখ পাড়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।


রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌসুলী খান মো. আলাউদ্দিন জানান, ২০১৫ সালের ১৫ জুলাই র‌্যাব -৮ এর সদস্যরা বিকেল সাড়ে ৪টায় শহরের মাছিমপুর এলাকা থেকে ৫১০ পিস ইয়াবাসহ নেছারকে আটক করে।


পরে পিরোজপুর সদর থানায় র‌্যাবের ডিএডি আনোয়ার হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেন। একই বছর ৪ আগস্ট পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হলে বৃহস্পতিবার আদালত এ রায় দেন।


আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এম শাহ আলম।


বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com