শিরোনাম
পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুক্রবার
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০১৬, ১২:৪৯
পটুয়াখালী প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুক্রবার
পটুয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ অনার্স ভর্তি পরীক্ষা শুক্রবার (২ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের উপ-পরিচালক মো. মাহফুজুর রহমান সবুজ জানান, এবার প্রতি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে ১৯ জন শিক্ষার্থী।


এ বছর ৩টি অনুষদের ৬৫৭টি আসনের বিপরীতে মোট ১২ হাজার ৩৯ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ‘এ’ ইউনিটে (কৃষি, এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন, মৎস্য বিজ্ঞান, দুর্যোগ ব্যবস্থাপনা ও নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স অনুষদ) ১টি আসনের বিপরীতে ১২ জন, ‘বি’ ইউনিটে (ব্যবসায় প্রশাসন ও ব্যবস্থাপনা অনুষদ) ২৪ জন এবং ‘সি’ ইউনিটে (কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদ) ৬৪ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করবে। পরীক্ষার ফল বিশ্ববিদ্যালয়ের নোটিস বোর্ড ও বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.pstu.ac.bd) প্রকাশ করা হবে।


বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com