শিরোনাম
কালিজিরা-ভান্ডারিয়া ও রাজাপুর-আমুয়া সড়ক প্রশস্তকরণ শুরু
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৮, ১৯:২৩
কালিজিরা-ভান্ডারিয়া ও রাজাপুর-আমুয়া সড়ক প্রশস্তকরণ শুরু
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পদ্মা সেতু বাস্তবায়ন পরবর্তী চাহিদা অনুযায়ী ঝালকাঠির সড়ক ও জনপদ বিভাগের ১২৫ কোটি ৫৪ লাখ এবং ১২৪ কোটি টাকার ২টি মেগা প্রকল্প বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। ঝালকাঠির কালিজিরা থেকে ভান্ডারিয়া পর্যন্ত ৩৮ কিলোমিটার সড়কে ১৮ ফুট থেকে ২৪ ফুট প্রশস্তকরণ করা হবে।


সংশ্লিষ্টরা জানান, যেখানে ১৮ ফুটের প্রশস্ততার কম রয়েছে এমন সড়কগুলোতে ২৪ ফুট করে রাস্তা প্রশস্তকরণ কাজ শুরু হয়েছে। ৯ ইঞ্চি মেগাডাম করে পিচ ঢালাই রাস্তা নির্মাণ করা হবে।


৩টি ঠিকাদারী প্রতিষ্ঠান খান বিল্ডার্স, ওরিয়েন ট্রেডার্স ও অহেদ কনষ্ট্রাকশন কাজ বাস্তবায়ন করছে। আগামী ২০১৯ সালের মধ্যে এই প্রকল্পের বাস্তবায়নের মেয়াদকাল ধরা হয়েছে।


এদিকে রাজাপুর-কাঁঠালিয়া ও আমুয়া পর্যন্ত ১২৪ কোটি টাকা ব্যায়ে ৩১ কিলোমিটার ২৪ ফুট সড়ক প্রশস্তত করণের কাজ এগিয়ে চলছে। এই সড়কে বড় আকারের ৫টি ব্রিজ রয়েছে।


ঠিকাদারী প্রতিষ্ঠান রানা বিল্ডার্সের পক্ষে মনিরুল ইসলাম তালুকদারের মালিকানাধীন ঠিকাদারী প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্স প্রকল্প বাস্তবায়ন করছে। দীর্ঘ একযুগ ধরে এই প্রকল্প রাজাপুর-কাঁঠালিয়া ও আমুয়া সড়ক উন্নয়ন পকল্প বাস্তবায়নের দাবি করা হচ্ছিলো।


বিবার্তা/আমিনুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com