শিরোনাম
বিসিসি নির্বাচনে ৪ জনের প্রার্থীতা বাতিল
প্রকাশ : ০৩ জুলাই ২০১৮, ০৩:৩০
বিসিসি নির্বাচনে ৪ জনের প্রার্থীতা বাতিল
বরিশাল ব্যুরো
প্রিন্ট অ-অ+

বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনের মনোনয়ন পত্র যাছাই-বাছাইয়ে ২ জন মেয়র এবং ২ জন সাধারণ কাউন্সিলর সহ ৪ জন প্রার্থীর মনোনয়ন পত্র প্রাথমিকভাবে বাতিল করেছে নির্বাচন কমিশন।


যাচাই-বাচাইয়ের শেষ দিন গতকাল সোমবার বিকেল ৪ টায় নির্বাচন কমিশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মনোনয়ন পত্র বৈধ-অবৈধের বিষয়টি ঘোষণা করেন নির্বাচনের প্রধান রিটার্নিং অফিসার মো. মুজিবুর রহমান।


তিনি বলেন, আগামী ৩০ জুলাই সিটি নির্বাচনে ৮ জন মেয়র, ১১৪ জন সাধারণ কাউন্সিলর ও ৩৮ জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র জমা পড়ে। এগুলো দুইদিন যাবত যাচাই-বাচাই শেষে ২ মেয়র, ২ সাধারণ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্র প্রাথমিকভাবে বাতিল হয়েছে। এরা আগামী ৩দিনের মধ্যে বিভাগীয় কমিশনারের অফিসে আপিল করলে কর্তৃপক্ষ ৩ দিনের মধ্যে নির্বাচন কমিশনকে রিপোর্ট দিবেন।


এরপর ৯ জুলাই বিকেল ৫টা পর্যন্ত প্রার্থীরা স্ব-শরীরে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে হাজির হয়ে প্রার্থীতা প্রত্যাহার করতে পারবেন। পরদিন ১০ জুলাই প্রতিদ্বন্দ্বি মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেবেন রিটার্নিং কর্মকর্তা। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা।


ঋণ খেলাপীর দায়ে বাতিল হয়েছে জাতীয় পার্টির প্রার্থী ইকবাল হোসেন তাপসের মনোনয়ন পত্র। ভূয়া ভোটারদের সমর্থনকারী করায় জাতীয় পার্টির বিদ্রোহী মেয়র প্রার্থী বশির আহমেদ ঝুনুর প্রার্থীতা বাতিল করা হয়েছে। ঋণ খেলাপীর দায়ে ১৯ নং ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী সুমন হালদার আসীষ এবং ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী সৈয়দ জামাল হোসেন নোমানের মনোনয়ন পত্র প্রাথমিকভাবে বাতিল করেছে নির্বাচন কমিশন।


বিবার্তা/আরিফুল/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com