শিরোনাম
বরিশালে প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন নিয়ে সেমিনার
প্রকাশ : ২৪ জুন ২০১৮, ২১:০৫
বরিশালে প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন নিয়ে সেমিনার
বরিশাল ব্যুরো
প্রিন্ট অ-অ+

বরিশালে 'তথ্য প্রযুক্তির মাধ্যমে নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডারসহ (এনডিডি) সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন' শীর্ষক সেমনিার অনুষ্ঠিত হয়েছে। রবিবার দিনব্যাপী নগরীর বিএম কলেজ সড়কের গণগ্রন্থাগার মিলনায়তন সভাকক্ষে এর আয়োজন করা হয়।


এতে প্রধান অতিথির বক্তব্যে বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শহিদুজ্জামান বলেন, আমাদের সমাজে অবহেলিত জনগোষ্ঠিকে পিছিয়ে রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়। দেশে ৯.১০% অর্থাৎ এক কোটি ২০ লাখ ৯১ হাজার ৪৫৮ জন প্রতিবন্ধী রয়েছে। ২০৪১ সালে উন্নত দেশে পা রাখতে হলে সব শ্রেনীর মানুষকে কাজে লাগিয়ে তাদের নিয়ে এগিয়ে যেতে হবে।


তিনি জানান, বরিশাল আঞ্চলিক কম্পিউটার কাউন্সিল গত তিন বছরে প্রায় শতাধিক প্রতিবন্ধীদের কম্পিউটার প্রশিক্ষণের কোর্স সম্পন্ন করে তাদের কর্মসংস্থানের ব্যাবস্থা করেছে। বর্তমানে এখনো বিশজন প্রতিবন্ধী প্রশিক্ষনার্থী প্রশিক্ষণ নিচ্ছে বিসিসি থেকে।


বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) বরিশাল আঞ্চলিক কার্যালয়ের আয়োজনে বরিশাল আঞ্চলিক পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন বরিশাল বিশ্ববিদ্যালয় কম্পিউটার সার্ইস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগীয় প্রধান রাহাত হোসাইন।


সেমিনারে বরিশালের বিভিন্ন সরকারি কলেজের শিক্ষক, বেসরকারী উন্নয়ন সংস্থার প্রতিনিধিসহ প্রায় অর্ধশতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।


বিবার্তা/আরিফ/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com