শিরোনাম
এক মাসে ৮৪ মামলায় জরিমানা ৫,০৪,৬০০ টাকা
প্রকাশ : ১১ জুন ২০১৮, ০৯:৩১
এক মাসে ৮৪ মামলায় জরিমানা ৫,০৪,৬০০ টাকা
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝালকাঠি জেলায় মে মাসে ৪৫টি মোবাইল কোর্ট ৮৪টি মামলা দায়ের হয়েছে। ৮২ জনকে দণ্ডিত করে ৫ লাখ ৪ হাজার ৬’শ টাকা জরিমানা আদায় করা হয়েছে।


সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে, ভ্রাম্যমাণ আদালতে দুইজনকে এক মাসের, একজনকে সাতদিনের ও দুইজনকে দুইমাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।


পেট্রোলিয়াম আইন, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, ইভটিজিং বিরোধী অভিযান, পণ্য নিয়ন্ত্রণ আইন, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন, টাউট আইন, করাতকল আইন, পাবলিক পরীক্ষাসমুহ অপরাধ আইন, মৎস্য সংরক্ষণ আইন, মোটরযান অধ্যাদেশ, অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ, বালু মহল ও মাটি ব্যবস্থাপনা আইন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, নিরাপদ খাদ্য আইন, ড্রাগ আইন, প্রকাশ্য জুয়া আইন ইত্যাদি বিষয়ের ওপরে অভিযানে ভ্রাম্যমান আদালত এই দণ্ড ও সাজা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।


অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এসএম ফরিদ উদ্দিন রবিবার জেলা আইনশৃঙ্খলা বিষয়ক কমিটির সভায় এই তথ্য উপস্থাপন করেছেন।


বিবার্তা/আমিনুল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com