শিরোনাম
ঝালকাঠি সরকারি কলেজে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
প্রকাশ : ০১ জুন ২০১৮, ০২:৪০
ঝালকাঠি সরকারি কলেজে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝালকাঠির সরকারি মহিলা কলেজে দ্বাদশ শ্রেণীতে উঠতে শিক্ষার্থীদের কাছ থেকে দুই হাজার ৮২০ টাকা ফি নেয়ার অভিযোগ পাওয়া গেছে। টাকা না দিলে ভর্তি করা হবে না বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ। এতে উদ্বিগ্ন হয়ে পড়েছেন আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীরা।


ছাত্রীদের অভিযোগ, কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণিতে ভর্তির সময় জনপ্রতি দুই হাজার ৮২০ টাকা করে ভর্তি ফি নিয়েছে। নিয়ম অনুসারে দ্বাদশ শ্রেণিতে ভর্তির সময় অতিরিক্ত টাকা নেয়া হয় না। কিন্তু ঝলকাঠি সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের দুই হাজার ৮২০ টাকা ফি দিতে হচ্ছে।


এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষ জানায়, সেশন ফি হিসেবে পুনরায় দ্বাদশ শ্রেণিতে ভর্তি ফি, বার্ষিক ক্রীড়া, মিলাদ মাহফিল, রেড ক্রিসেন্ট, পরিবহনসহ অন্যান্য খাতে দুই হাজার ৮২০ টাকা ফি দিতে হবে।


এদিকে এত টাকা জোগাড় করা অনেক অভিভাবকের জন্য কঠিন হয়ে পড়েছে। তাই দ্বাদশ শ্রেণিতে ভর্তি হওয়া নিয়ে বিষণ্নতায় ভুগছে একাদশ শ্রেণির প্রায় ৫৪২ শিক্ষার্থী।


এ বিষয়ে জানতে চাইলে ঝালকাঠি সরকারি কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর খান বলেন, নিয়মমাফিক ফি নেয়া হচ্ছে।


বিবার্তা/আমিনুল/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com