শিরোনাম
কলাপাড়ায় অবহিতকরণ কর্মশালা
প্রকাশ : ৩১ মে ২০১৮, ০১:৪৮
কলাপাড়ায় অবহিতকরণ কর্মশালা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর কলাপাড়ায় ‘কিশোর কিশোরী ক্ষমতায়ণ’ কর্মসূচি বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদের দরবার হলে সায়েন্স (সিএমইএস) উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানভীর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথি ছিলেন বেসরকারি সংস্থা সিএমইএস'র ডিজিএম মো. ওমর ফারুক হায়দার, কলাপাড়া থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. বিলকিস জাহান, কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন মাননু, টিয়াখালী ইউপি চেয়ারম্যান মশিউর রহমান শিমু, নীলগঞ্জ ইউপি চেয়ারম্যান এ্যাড.নাসির উদ্দিন মাহমুদ, চাকামইয়া ইউপি চেয়ারম্যান হূমায়ুন কবির কেরামত প্রমুখ।


কিশোর-কিশোরী ক্ষমতায়ণ কর্মসূচি বিষয়ে একটি তথ্য বিবরণী উপস্থাপন করেন প্রকল্প ম্যানেজার জেরিনা জাহান ভূইয়া। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইউপি সদস্য ও গণমাধ্যমকর্মীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


বিবার্তা/উত্তম/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com