শিরোনাম
বরিশাল বোর্ডে পিএসসিতে ১ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী
প্রকাশ : ২০ নভেম্বর ২০১৬, ০৫:১৮
বরিশাল বোর্ডে পিএসসিতে ১ লাখ ৬৯ হাজার পরীক্ষার্থী
বরিশাল ব্যুরো
প্রিন্ট অ-অ+

রবিবার থেকে শুরু হতে যাওয়া প্রাথমিক সমাপনী (পিএসসি) পরীক্ষায় বরিশাল বিভাগের ৬ জেলায় ৫১৫টি কেন্দ্রে ১ লাখ ৬৯ হাজার ৫৯৪ জন পরীক্ষার্থী অংশ নেবে। মোট পরীক্ষার্থীর মধ্যে ৭৬ হাজার ৭৩০ জন ছাত্র ও ৯২ হাজার ৭৫৯ জন ছাত্রী।


পিএসসিতে বাংলার পাশাপাশি ইংরেজি ভার্সনে এবার ১০৫ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা রয়েছে।


অপরদিকে ইবতেদায়ী সমাপনীতে বরিশাল বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা ২৮ হাজার ৫৭৮ জন। এদের মধ্যে ১৫ হাজার ২০৪ জন ছাত্র ও ১৩ হাজার ৩৭৪ জন ছাত্রী রয়েছে।


বৃহস্পতিবার বিভাগের সকল বিদ্যালয়ে সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


বরিশাল বিভাগীয় প্রাথমিক শিক্ষা অফিসের উপ-পরিচালক এসএম ফারুক জানান, পরীক্ষা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পাশাপাশি শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।


বিবার্তা/ইফতি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com