শিরোনাম
বরিশাল ভার্সিটিতে ভর্তি পরীক্ষা ১৮ ও ১৯ নভেম্বর
প্রকাশ : ১৭ নভেম্বর ২০১৬, ১৫:৫১
বরিশাল ভার্সিটিতে ভর্তি পরীক্ষা ১৮ ও ১৯ নভেম্বর
বরিশাল ব্যুরো
প্রিন্ট অ-অ+

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ১৮ ও ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষার ফল ২১ নভেম্বরের মধ্যে ঘোষণা করা হবে। এ বছর ভর্তি পরীক্ষা চলাকালীন দুটি মোবাইল টিম থাকবে। বৃহস্পতিবার বরিশাল বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।


বরিশাল সরকারি মহিলা কলেজ, সরকারি আলেকান্দা কলেজ, অমৃত লাল দে মহাবিদ্যালয়, তফাজ্জেল হোসেল মানিক মিয়া কলেজ ও বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ২৪ হাজার ৩৯১ জন। প্রতি আসনের বিপরীতে প্রতিযোগী ১৮ জন।


সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. এস এম ইমামুল হক জানান, এ বছর বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের অধীন ২০টি বিভাগের এক হাজার ৩৫০টি আসনের বিপরীতে ২৪ হাজার ৩৯১ জন শিক্ষার্থী আবেদন করেছে।


তিনি আরো জানান, পূর্বের ১৮ টি বিভাগের সঙ্গে চলতি শিক্ষাবর্ষ থেকে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ও দর্শন বিভাগ যুক্ত হয়েছে।


দেশের ৩৭ টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সর্বপ্রথম বরিশাল বিশ্ববিদ্যালয়েই শিক্ষার্থীদেরকে প্রচলিত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হচ্ছে না।


শিক্ষার্থীদের ভোগান্তি লাঘবে বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আসন্ন ভর্তি পরীক্ষায় এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে।


স্ব স্ব ইউনিটে পরীক্ষা দেয়ার মাধ্যমে শাখা পরিবর্তন ফি প্রদান সাপেক্ষে শিক্ষার্থীদের অন্য ইউনিটের বিভাগসমূহে ভর্তির সুযোগ থাকবে।


সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক একেএম মহাবুবুর হাসান, জীব বিজ্ঞান বিভাগের ডিন হাবিবুর রহমন, সমাজ বিজ্ঞানের ডিন মহাসিন উদ্দিন, গণিত বিভাগের চেয়ারম্যান শফিউল আলম, ইংরেজি বিভাগের চেয়ারম্যান তানভির কয়সার প্রমুখ উপস্থিত ছিলেন।


বিবার্তা/রাহাত/নাজিম

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com