শিরোনাম
মাটিতে মিশে গেছে গঙ্গামতি সৈকতের প্রবেশদ্বার
প্রকাশ : ২৩ অক্টোবর ২০১৭, ১৭:১১
মাটিতে মিশে গেছে গঙ্গামতি সৈকতের প্রবেশদ্বার
পটুয়াখালি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পর্যটন কেন্দ্র কুয়াকাটা সংলগ্ন নয়নাভিরাম গঙ্গামতি সৈকতে প্রবেশ পথের একমাত্র রাস্তাটির বিভিন্ন পয়েন্ট মাটির সাথে মিশে গেছে। সৈকত জুড়ে লাল কাঁকড়ার ছোটাছুটি, নানান প্রজাতির বৃক্ষরাজি আর সূর্যোদয় উপভোগ করতে হাটুপানি পেরোতে হয় পর্যটকদের।


রাস্তাটি মাটির সাথে দেবে যাওয়ায় মোটরসাইকেলে যাওয়া-আসার সময় প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পর্যটকরা। গুরুত্বপূর্ণ এ রাস্তাটি দ্রুত মোরমতের দাবি জানিয়েছেন পর্যটকসহ স্থানীয়রা।


পর্যটনকেন্দ্র কুয়াকাটার পূর্বদিকে গঙ্গামতির সৈকত জুড়ে রয়েছে লাল কাঁকড়ার অবাধ বিচরণ, ঝাউবনসহ ম্যানগ্রোভ প্রজাতির কেওড়া, ছইলা, গেওয়া, বাইনসহ নানান প্রজাতির সারি সারি বৃক্ষ। সেখান থেকে গঙ্গামতি সৈকতে আসা যাওয়ার মাত্র সাতশ মিটার রাস্তা দীর্ঘ দিন ধরে মাটির সাথে বিলীন হয়ে আছে। ফলে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়সহ পর্যটকরা।


ঢাকার চাকরিজীবী নূরে আলম বলেন, আমার কাছে কুয়াকাটার সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে এই গঙ্গমতি সৈকত। তবে যাতায়াতের একমাত্র রাস্তাটির বেহাল দশার কারণে পর্যটকরা এখানে আসার আগ্রহ প্রকাশ করবে না।


সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল জলিল মাস্টার বলেন, পর্যটকদের স্বার্থে গঙ্গামতির চরে আসার একমাত্র রাস্তাটি যত দ্রুত সম্ভব সংস্কার করা হবে। পর্যটকরা যেন নির্বিঘ্নে সৈকতের সৌন্দর্য উপভোগ করতে পারেন সেদিকটায় সর্বোচ্চ গুরুত্ব আরোপ করবেন বলে জানান তিনি।


বিবার্তা/উত্তম/শাহনেওয়াজ/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com