শিরোনাম
সৈকতে উদযাপিত মধু মাসে বন্ধু মেলা
প্রকাশ : ২০ মে ২০১৭, ১৭:১৫
সৈকতে উদযাপিত মধু মাসে বন্ধু মেলা
কলাপাড়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতে "মধু মাসে বন্ধু মেলা" উদযাপিত হয়েছে। ট্যুর অপারেটর প্রতিষ্ঠান ট্যুরিস্ট সেন্টারের আয়োজনে ও ট্যুর কোম্পানি ছুটি ও গ্রীন ট্যুরিজমের সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে।


শুক্রবার বিকেল থেকে নৌকা মঞ্চে প্রদর্শন করা হয় মধু মাসের বিভিন্ন প্রজাতির ফল। এ গুলোর মধ্যে আম, কাঠাল, লিচু, তাল, পেপে, পেয়ারা, ডেউয়া, কাজুবাদাম, খেজুর, কলা, জামরুল,করমজা, ডাবসহ বেশ কিছু ফলের প্রদর্শনী। এছাড়া মেলায় অংশ নেয়া বন্ধুদের টি শার্ট ও হাতে ফ্রেন্ডশিপ ব্যাচ পড়িয়ে বন্ধু বরণ করাসহ কলাপাতায় মধু মাসের মৌসুমি ফল কেটে সবার মাঝে বিতরণ করেন। এ অনুষ্ঠানে দেশ বিদেশের পর্যটকসহ বন্ধুদের অংশগ্রহণে মুখরিত হয়।


আয়োজনকারীদের সূত্রে জানা গেছে, আনন্দ উল্লাসের মধ্য দিয়ে পার হয় সময়। রাতে মোমবাতি জ্বালিয়ে নানা রঙ্গের আলোক সজ্জায় রঙ্গিন হয় সৈকতের মেলা অঙ্গন। রাতের খারার ছিলো পরাটা, মুড়িঘণ্টা, সফট ড্রিংস। গভীর রাত পর্যন্ত চলে বাউল গান। অনেকে কাটান ট্যান্টে (তাবুতে) রাত পা করেন। অনুষ্ঠান সফল করতে অন্যান্যদের মধ্যে ভূমিকা রাখেন ছুটি'র ব্যবস্থাপনা পরিচালক রহমান আরিফ, গ্রীন ট্যুরিজম পরিচালক আবুল হোসেন রাজু।


ট্যুরিস্ট সেন্টার ব্যবস্থাপনা পরিচালক রুমান ইমতিয়াজ তুষার জানান, জৈষ্ঠ মাস আমাদের মধু মাস। এ মাস আমাদের জন্য অনেক প্রিয় ফল নিয়ে আসে। মধু মাসের ফল বন্ধুদের ভালবাসার মিশ্রণে এই বন্ধু মেলা। এ প্রথম বারের মত পালিত হলো কুয়াকাটা সৈকতে মধু মাসের বন্ধু মেলা। আশা করি আগামীতে-এর ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো।


বিবার্তা/উত্তম/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com