শিরোনাম
মেঘনায় ট্রলারডুবি, ১৬ জেলে উদ্ধার
প্রকাশ : ২৫ জুলাই ২০২১, ১০:৫২
মেঘনায় ট্রলারডুবি, ১৬ জেলে উদ্ধার
ভোলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভোলার চরফ্যাশন উপজেলায় মেঘনায় ট্রলারডুবির ঘটনায় ঘটেছে। তবে ওই ট্রলারে থাকা ১৬ জেলেকে জীবিত উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ জুরাই) বিকালে মেঘনার মনপুরা এলাকায় ঝড়ের কবলে ট্রলারটি ডুবে যায়।


উদ্ধারকৃত জেলেরা হলেন, ট্রলার মালিক আবু সাইদ গাজী (৪৫), মাঝি আরজু (৫০), জেলে আরিফ (২৮), সাগর (২৫), সিরাজ (৪০), আবুল বারী (৫০), আখতার বকশি (৩০), শরিফ (২৫), সোহেল (৫০), গফুর (৩০), জাকির (২৫), আলতাফ (২৫), আলাউদ্দিন (৩০), আল আমিন (৩০), সুফিযান (২০) ও নাসির (২৫)। এরা সবাই চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।


মনপুরা জেলে সমিতির সভাপতি নাছির মহাজন জানান, ফিশিং ট্রলারটি ডুবে গেলে অনেকে সাঁতরিয়ে চরে আশ্রয় নেন, আবার কেউ কেউ কেওড়াগাছে ঝুলে জীবনরক্ষা করেন। পরে খবর পেয়ে শনিবার মনপুরা কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে গিয়ে জেলেদের জীবিত উদ্ধার করে।


কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন্স অফিসার লেফটেন্যান্ট শাফকাত জানান, ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারের সব জেলেকে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা জীবিত উদ্ধার করেছেন বলেও জানান তিনি।


চরমানিকা কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার এম জমির হোসেন (সিপিও) বলেন, খবর পেয়ে চরফ্যাশন ও মনপুরার কোস্টগার্ডের দুটি ইউনিট ঘটনাস্থল থেকে ১৬ জেলেকে জীবিত উদ্ধার করে।


বিবার্তা/বিআর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com