শিরোনাম
খুলনায় উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে দুদকের অভিযান
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৯, ১৯:৩২
খুলনায় উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয়ে দুদকের অভিযান
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনায় ভবন নির্মাণের অনুমোদনে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।


সোমবার (১৯ আগস্ট) দুপুরে খুলনা দুদকের সহকারী পরিচালক মোহাম্মদ শাওন মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


প্রায় দুই ঘণ্টা এ অভিযানে কেডিএর প্লানিং ও অথরাইজ শাখার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে দুদক কর্মকর্তারা। এসময় নগরীর বেশ কিছু ভবনের নকশার অনুলিপি ও বিভিন্ন কাগজপত্র পর্যবেক্ষণ করেন তারা। পরে নগরীর বিভিন্ন স্থানে অনিয়মের মাধ্যমে অনুমোদন পাওয়া ভবন পরিদর্শন করেন দুদকের ওই টিম।


দুদক জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভবন অনুমোদনে কেডিএর অনিয়ম ক্ষতিয়ে দেখা হচ্ছে। এ অভিযানের সত্যতা মিললে প্রতিবেদন সদর দফতরে পাঠিয়ে অধিকতর অনুসন্ধানের জন্য অনুমতি চাওয়া হবে।


বিবার্তা/রেজাউল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com