শিরোনাম
বগুড়ায় যুবলীগ সভাপতির অফিসে হামলার প্রতিবাদে বিক্ষোভ
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৯, ১৮:৫৩
বগুড়ায় যুবলীগ সভাপতির অফিসে হামলার প্রতিবাদে বিক্ষোভ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের অফিসে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে নন্দীগ্রামে উপজেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


সোমবার বেলা ১১টায় দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এরপর দলীয় কার্যালয়ের সামনে উপজেলা যুবলীগের সভাপতি ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্তের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিছুর রহমান, আওয়ামী লীগ নেতা স্বপন চন্দ্র মহন্ত, শামীম শেখ, শাহজাহান আলী সাজু, সোহেল রানা সোহাগ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সাঈদ রায়হান মানিক, উপজেলা যুবলীগের সহ-সভাপতি এমআর জামান রাসেল, সহ-সভাপতি নিরেন চন্দ্র, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বেনজির, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান রয়েল, সাংগঠনিক সম্পাদক আখতার হোসেন সুমন, যুবলীগ নেতা মোফাজ্জল বারী, এনামুল হক, আব্দুস সাত্তার, আকতার হোসেন, সামিউল্লাহ সম্রাট, আব্দুল কুদ্দুস, রইচ উদ্দিন, লিটন কুমার, ফারুক হোসেন, দিলীপ কুমার, আব্দুর রউফ, সিরাজুল ইসলাম শুকুর, শাহিনুর রহমান, আসকান আলী, রবিন চন্দ্র, জননেত্রী শেখ হাসিনা পরিষদ উপজেলা শাখার আহবায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক আল-হেলাল, যুগ্ম আহবায়ক সঞ্জয় কুমার মহন্ত, ছাত্রলীগ নেতা শুভ আহমেদ, সাইফুল ইসলাম দুলাল ও আল আমিন প্রমুখ।


বক্তাগণ বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটনের অফিসে ন্যাক্কারজনক হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এহেন ঘটনায় যারা জড়িত রয়েছে তাদের অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।


বিবার্তা/মুনির/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com