শিরোনাম
ঝালকাঠিতে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৯, ১৮:৩৬
ঝালকাঠিতে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড
ঝালকাঠি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝালকাঠিতে পারিবারিক কলহের জেরে বাবাকে হত্যার দায়ে ছেলেকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।


সোমবার (১৯ আগস্ট) দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শেখ মো. তোফায়েল হাসান এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।


মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলতাফ হোসেন খন্দকার ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামের আব্দুল বারেক খন্দকারের ছেলে।


মামলার বিবরণে জানা যায়, ২০০৭ সালের ১০ এপ্রিল সকালে ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার উত্তর চেচরি গ্রামের আব্দুল বারেক খন্দকারের ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করে তারই ছেলে আলতাফ।


এ ঘটনার তিনদিন পর বরিশালের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বারেক মারা যান। এ ঘটনায় বারেকের অপর ছেলে মঞ্জু খন্দকার বাদী হয়ে কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা করেন। ওই বছরের ৩০ মে কাঁঠালিয়া থানার এসআই মো. মোস্তফা তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।


আদালতের বিচারক ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে দুপুরে আলতাফকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।


আসামি আলতাফ পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।


রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম আলম খান কামাল এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মঞ্জর হোসেন।


বিবার্তা/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com