শিরোনাম
কুষ্টিয়ায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৯, ১৫:২৯
কুষ্টিয়ায় মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় মাদক মামলায় একজনের যাবজ্জীবন এবং অপর দু’জনের দেড় বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।


সোমবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া জেলা ও দায়রা জজ আদালতের বিচারক অরূপ কুমার গোস্বামী জনাকীর্ণ আদালতে আসামীদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।


যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত জিয়ারুল ইসলাম (৩৫) ভেড়ামারা উপজেলার বাহিরচর গ্রামের ইয়াকুল মণ্ডলের ছেলে এবং একই মামলায় দেড় বছরের সাজাপ্রাপ্ত অপর দুইজন ফারাকপুর হঠাৎপাড়া গ্রামের মজিবর সেখের ছেলে বাবুল সেখ (৫০) ও বারোমাইল গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে জাহিদুল ইসলাম (৪০)।


আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর রাতে ভেড়ামারা উপজেলার বারোমাইল বাজারে র‌্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের অভিযানে সাড়ে ৪ কেজি গাঁজা ও ৬০০ গ্রাম হেরোইনসহ তাদের আটক করে। এ ঘটনায় ভেড়ামারা থানায় মামলা হলে ২০১৭ সালের ৩১ অক্টোবর আদালতে চার্জশীট দাখিল করেন পুলিশ।


কুষ্টিয়া জজ কোর্টের সরকারি কৌশুলী অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী জানান, আসামিদের বিরুদ্ধে গাঁজা ব্যবসায় জড়িত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে সাজার আদেশ দিয়েছেন আদালত।


বিবার্তা/শরীফুল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com