শিরোনাম
বিয়ের এক বছরেই লাশ হলেন আশা
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৯, ০৮:৪৬
বিয়ের এক বছরেই লাশ হলেন আশা
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পাবনা জেলার ঈশ্বরদীর দাশুড়িয়া মারমী গ্রামের সরদারপাড়ায় নিজ ঘরে ঝুলন্ত অবস্থায় আশা খাতুন (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। মাত্র এক বছর আগে বিয়ে হয়ে ওই গৃহবধূর।


রবিবার বিকেলে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আশা আত্মহত্যা করেন বলে প্রচার হলেও এর পেছনে শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের ঘটনা রয়েছে বলে প্রতিবেশীরা জানিয়েছেন।


আশার বাবা আটঘরিয়া নওদাপাড়ার আতিয়ার রহমান ঈশ্বরদী থানায় দায়েরকৃত মামলায় অভিযোগ করেন, যৌতুকের দাবিতে আশার স্বামী জহুরুল ইসলাম ও শাশুড়ি শুভুন বেগম প্রায়ই শারীরিক নির্যাতন করতো। ঘটনার দিনও সকালে মানসিক নির্যাতন করার ফলে গলায় ওড়না পেঁচিয়ে আশা আত্মহত্যা করেছে আশা।


ঈশ্বরদী থানার ওসি বাহাউদ্দীন ফারুকী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তিনি বলেন, মামলার আসামি জহুরুল ও শুভুন বেগমকে গ্রেফতারের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের পর হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com