শিরোনাম
একরাত হাজতে বর, মুচলেকায় মুক্তি!
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৯, ২০:০৭
একরাত হাজতে বর, মুচলেকায় মুক্তি!
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের ভূঞাপুরে বাল্যবিবাহ বন্ধ করে দিয়েছেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন।


একই সঙ্গে বর পক্ষকে ২০ হাজার টাকা জরিমানা ও বিয়ের উপযুক্ত বয়স না হওয়া পর্যন্ত বিয়ে না করার মুচলেকা নিয়েছে ভ্রাম্যমাণ আদালত।


শুক্রবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৯টার সময় উপজেলার কুকাদাইর গ্রামের কনের বাড়িতে বিয়ে পড়ানোর সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাতে তাৎক্ষণিক ভূমি কর্মকর্তা উপস্থিত হয়ে এ বাল্যবিবাহ বন্ধ করে দেয়াসহ জরিমানা করেন।


উপজেলা নির্বাহী অফিসার ঝোটন চন্দ ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন এ বিষয়টি নিশ্চিত করেছেন।


জানা যায়, রফিকুল ইসলাম (১৭) উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের খানুরবাড়ী গ্রামের মৃত গোপাল শেখের ছেলের সাথে একই ইউনিয়নের কুকাদাইর গ্রামের আব্দুর রাজ্জাকের মেয়ে ময়না খাতুসের (১৫) সঙ্গে বিয়ের দিন ধার্য করা হয়।ওই রাতে অ্যাসিল্যান্ড পুলিশ নিয়ে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন।এরপর রাতে বর রফিকুল ইসলামকে পুলিশ হেফজতে রাখা হয়।


শনিবার (১৭ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বরের অভিভাবকে ২০ হাজার টাকা জরিমানা ও উভয় পক্ষকে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার শর্তে মুচলেকা দিয়ে বরকে ছেড়ে দেয়া হয়।


বিবার্তা/মোল্লা তোফাজ্জল/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com