শিরোনাম
কালিয়া স্বেচ্ছাসেবক লীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভা
প্রকাশ : ১৭ আগস্ট ২০১৯, ০৯:১৮
কালিয়া স্বেচ্ছাসেবক লীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভা
কালিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (১৬ আগস্ট ) বাঙালি জাগরণের জাদুকর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকীর আলোচনা অনুষ্ঠান শেষে ১৫ আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এ দোয়া অনুষ্ঠিত হয়।


দোয়া শেষে সালামাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে সমাবেশে উপস্থিত সহস্রাধিক বঙ্গবন্ধু প্রেমিক আওয়ামী কর্মীদের কাঙালি ভোজের ব্যবস্থা করা হয়।


আলোচনা সভায় সাবেক ছাত্রলীগ নেতা, গণজাগরণ মঞ্চের সংগঠক এফ এম শাহীন বলেন, বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাতবার্ষিকীতে বলতে কষ্ট হয় আজও আমরা জাতির পিতার সকল খুনিদের শাস্তি নিশ্চিত করতে পারিনি। তাছাড়া বর্তমান আওয়ামী লীগের কতজন নেতা কর্মী বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে? আজ সুবিধা ভোগী লীগের ছড়াছড়ি। ১৬ কোটি আওয়ামী লীগের দেশে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে কেনো সব দেখতে হয়?


বক্তারা সকলে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে বৈষম্যহীন উন্নত সোনার বাংলা গড়তে শেখ হাসিনার পাশে থেকে মোস্তাক চক্রের সকল ষড়যন্ত্র রুখে দাঁড়ানোর আহবান জানান।


সমাবেশে বক্তৃতা করেন, নড়াগাতি থানা আওয়ামী লীগের সভপতি হাজ্বি মফিজুল হক, নড়াইল জেলা আওয়ামী লীগের নেতা ওয়াহিদুজ্জামান হিরা, বীর মুক্তিযোদ্ধা আফতাব আহমেদ শিকদার, শ্রমিক নেতা আজম লস্কার, শরীফ গোলাম মোস্তফা বিশিষ্ট শিক্ষানুরাগী, রাইহান ফারুকী ঈমামসহ ছাত্রলীগ নেতা এফ এম শোহাগ ও ইয়াছিন জনি।


আলোচনা সভা সঞ্চালনা করেন কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য সচিব সাজ্জাদুর রহমান।


শোক সমাবেশের সভাপতিত্ব করেন কালিয়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও ৫ নং সালামাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com