শিরোনাম
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরো ৩০ ডেঙ্গু রোগী শনাক্ত
প্রকাশ : ১৬ আগস্ট ২০১৯, ১২:০১
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় আরো ৩০ ডেঙ্গু রোগী শনাক্ত
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গু জ্বরের প্রকোপ কমে আসলেও চট্টগ্রামে ডেঙ্গু পরিস্থিতির কোনো উন্নতি হয়নি। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৩০ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।


এছাড়া চট্টগ্রাম বিভাগের সবকটি জেলায় বৃহস্পতিবার (১৫ আগস্ট) মোট ২১৮ ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে।


চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আখতারুল ইসলাম জানান, গেল ২৪ ঘণ্টায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।


এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, গেল ২৪ ঘণ্টায় মহানগর ও জেলার বিভিন্ন হাসপাতালে আরো ১০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।


অন্যদিকে, গেল ২৮ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের সবকটি জেলায় (মহানগরসহ) মোট ২১৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন বলে বিভাগীয় স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে।


তবে সিটি করপোরেশন জেনারেল হাসপাতালে বৃহস্পতিবার ৪৭ জনের রক্ত পরীক্ষা করা হলেও এর মধ্যে একজনের শরীরেও ডেঙ্গু ধরা পড়েনি বলে জানান চসিকের প্রধান স্বাস্থ্যকর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরী। সব মিলিয়ে জানুয়ারি থেকে বৃহস্পতিবার পর্যন্ত মহানগরসহ চট্টগ্রাম জেলায় ৬৬১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com