শিরোনাম
দিনাজপুরে জাতীয় শোক দিবস পালিত
প্রকাশ : ১৫ আগস্ট ২০১৯, ১৩:৫৯
দিনাজপুরে জাতীয় শোক দিবস পালিত
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বাংলাদেশ গম ও ভুট্রা গবেষণা ইনস্টিটিউট ব্যাপক কর্মসূচি পালন করছে।


ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এছরাইল হোসেনের নেতৃত্বে বৃহস্পতিবার প্রথম প্রহরে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, শোক র‌্যালি ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিকে পুস্পমাল্য অর্পণ করা হয়।


পরে অলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইনস্টিটিউটের মহাপরিচালক ড. এছরাইল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে ইনস্টিটিউটের সিনিয়র মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আবাদুল আউয়াল, সিনিয়র প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, ড. বদিউজ্জামান লেবু, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. আব্দুল হাকিমসহ অন্যরা বক্তব্য রাখেন।


এ ছাড়াও দিনাজাপুর জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংগঠন দিবসটি ব্যাপক কর্মসূচির মধ্যদিয়ে পালন করেছে।


বিবার্তা/শাহী/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com