শিরোনাম
ডেঙ্গুতে ময়মনসিংহ মেডিকেলে কলেজছাত্রের মৃত্যু
প্রকাশ : ১১ আগস্ট ২০১৯, ১৫:৫০
ডেঙ্গুতে ময়মনসিংহ মেডিকেলে কলেজছাত্রের মৃত্যু
ময়মনসিংহ ব্যুরো
প্রিন্ট অ-অ+

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ময়মনসিংহে ফরহাদ (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।


রবিবার (১১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।


মৃত ফরহাদের বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা গ্রামে। তিনি ইটনা ডিগ্রি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্র।


জানা গেছে, গত ৭ আগস্ট ফরহাদকে প্রথমে কিশোরগঞ্জ সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হলে শনিবার সন্ধ্যায় তাকে কিশোরগঞ্জ সরকারি হাসপাতাল থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফরহাদ বেলা সাড়ে ১১টার দিকে মারা যান।


ফরহাদের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. লক্ষী নারায়ণ মজুমদার।


গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত ৭১ রোগীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২০১ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫৩৯ জন।



বিবার্তা/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com