শিরোনাম
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ১৫ ডেঙ্গু রোগী, চিকিৎসাধীন ৪৮
প্রকাশ : ১১ আগস্ট ২০১৯, ১৫:৩৫
কুষ্টিয়ায় ২৪ ঘণ্টায় ১৫ ডেঙ্গু রোগী, চিকিৎসাধীন ৪৮
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গত ২৪ ঘণ্টায় ২৫০ শয্যার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে শিশুসহ আরো ১৫ জন নতুন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন।


শনিবার সকাল থেকে রবিবার (১১ আগস্ট) সকাল ১০টা পর্যন্ত এ হাসপাতালে নতুন করে ১৫ জন রোগী ভর্তি হন। বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৮ শিশুসহ মোট ৪৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।


এ পর্যন্ত মোট ২৪২ জন ডেঙ্গু রোগী এ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ১৯৪ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।


কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার জানান, দুই সপ্তাহ ধরে প্রতিদিনই ১৫-২০ জন ডেঙ্গু রোগী এখানে ভর্তি হচ্ছেন। রোগীদের সামাল দিতে কিছুটা হিমশিম খেতে হলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


বিবার্তা/শরিফুল/রবি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com