শিরোনাম
কলাপাড়ায় ভিজিএফের চাল উদ্ধার, মেম্বার আটক
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৯, ২০:০৩
কলাপাড়ায় ভিজিএফের চাল উদ্ধার, মেম্বার আটক
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর কলাপাড়ায় ঈদুল আজহার বিশেষ বরাদ্দকৃত ভিজিএফ চাল আত্মসাতের অভিযোগে এক ইউপি সদস্যকে আটক করা হয়েছে।


শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বালিয়াতলী ইউনিয়নের তুলাতলী বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমানের আকস্মিক অভিযান চালায়।


এসময় ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. নাসির উদ্দিন খানের মেসার্স মেরী স্টোর দোকানের গুদাম থেকে ভিজিএফের ১২ বস্তা চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় ইউপি সদস্য নাসির উদ্দিনকে আটক করা হয়েছে।


এ ব্যাপারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তপন কুমার কুমার ঘোষ থানায় মামলা করেছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।


ইউএনও মুনিবুর রহমান জানান, ওই ইউনিয়নের বিশেষ ভিজিএফের চাল বিতরণ শেষ হয়েছে। এ পরিমাণ চাল মেম্বার বিতরণ না করে বিক্রির জন্য দোকানে রাখে।


উল্লেখ্য, মাত্র দুইদিন আগে বিশেষ ভিজিএফের চাল আত্মসাতের ঘটনায় চাকামইয়া ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবির কেরামত গ্রেফতার হয়ে হাজতবাস করছেন।


বিবার্তা/উত্তম/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com