শিরোনাম
কলাপাড়ায় চার ভিক্ষুককে দেয়া হলো হাঁস-মুরগি
প্রকাশ : ০৯ আগস্ট ২০১৯, ১৫:৪৯
কলাপাড়ায় চার ভিক্ষুককে দেয়া হলো হাঁস-মুরগি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পটুয়াখালীর কলাপাড়ায় পুনর্বাসনের আওতায় এনে চার ভিক্ষুক পরিবারকে হাঁস-মুরগি বিতরণ করা হয়েছে। একটি পরিবারকে ক্ষুদ্র ব্যবসার পুঁজি ও উপকরণ দেয়া হয়।


বৃহস্পতিবার দুপুরে প্রত্যেক পরিবারকে ১০টি হাঁস, ১০টি মুরগি বিতরণ করেন। এছাড়া হাঁস-মুরগি পালনের জন্য দুইটি করে ঘর (খোপ) দেয়া হয়।


এসময় উপজেলা চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমান, উপজেলা সহকারি কমিশণার (ভূমি) অনুপ দাস উপস্থিত ছিলেন।


নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান জানান, চারটি ভিক্ষুক পরিবারকে পুনর্বাসনের উদ্যোগ নেয়া হলো। এভাবে কলাপাড়ায় তালিকাভুক্ত ১৩০ ভিক্ষুক পরিবারকে পর্যায়ক্রমে পুনর্বাসিত করার উদ্যোগ নেয়া হয়েছে।


বিবার্তা/উত্তম কুমার/জাই


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com