শিরোনাম
হবিগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে আহত অর্ধশতাধিক
প্রকাশ : ০৮ আগস্ট ২০১৯, ১৬:২৪
হবিগঞ্জে সিএনজি স্ট্যান্ড দখল নিয়ে আহত অর্ধশতাধিক
হবিগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

হবিগঞ্জের সিএনজি অটো-রিক্সার স্ট্যান্ড দখল নিয়ে দু’পক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।


বৃহস্পতিবার সকালে জেলার আজমিরীগঞ্জ উপজেলায় এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, জেলার আজমিরীগঞ্জ উপজেলার জলসুখা এলাকার স্থানীয় একটি সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে জলসুখা ইউনিয়নের দক্ষিণ আটপাড়া গ্রামের রুবেল মিয়ার সাথে একই গ্রামের ইমান আলীর মধ্যে বিরোধ রয়েছে।
এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে দু’পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘন্টাব্যাপী সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১৫ জনকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে আজমিরীগঞ্জ থানা পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


এব্যাপারে আজমিরীগঞ্জ থানার ওসি মোশাররফ হোসেন তরফদার বলেন, সিএনজি স্ট্যান্ড দখলকে কেন্দ্র দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


বিবার্তা/ছনি/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com