শিরোনাম
কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি, লঞ্চ চলাচল স্বাভাবিক
প্রকাশ : ০৮ আগস্ট ২০১৯, ১৪:০৩
কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি, লঞ্চ চলাচল স্বাভাবিক
মাদারীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আবহাওয়ার বৈরীভাব কিছুটা কেটে যাওয়ায় ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর মাদারীপুরের কাঁঠালবাড়ি ও মুন্সিগঞ্জের শিমুলিয়া নৌপথে বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল ৯ টা থেকে ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করেছে।


লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু করায় স্বস্তি দেখা দিয়েছে ঘরমুখো যাত্রীদের। বুধবার সকাল থেকেই এই রুটে বন্ধ ছিল লঞ্চ ও স্পিডবোট চলাচল। বৃহস্পতিবার সকাল থেকে ১৮টি ফেরির বিপরীতে থেমে থেমে চলছে মাত্র ১০টি। দুর্যোগপূর্ণ আবহাওহার কারণে লঞ্চ ও স্পিডবোটের পরিবর্তে ফেরিতে ঝুঁকছে যাত্রীরা।


বিআইডব্লিউটিসি'র কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, আবহাওয়া কিছুটা উন্নতি হওয়ায় সকাল ৯ টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল শুরু হলেই ব্যস্ততা বাড়তে থাকে কাঁঠালবাড়ি ঘাটে। তবে ঢেউ ও স্রোত থাকায় লঞ্চ চলাচলে একটু সময় বেশি লাগছে।


কাঁঠালবাড়ী লঞ্চ ঘাট সূত্র জানায়, লঞ্চ চলাচলের পর থেকেই ব্যস্ত হয়ে উঠেছে কাঁঠালবাড়ী ঘাট। শিমুলিয়া ঘাটে যাত্রীদের ভিড় থাকায় কাঁঠালবাড়ি ঘাট থেকে দ্রুত লঞ্চগুলো শিমুলিয়ার উদ্দেশ্যে পাঠানো হচ্ছে। তবে লঞ্চগুলো কাঁঠালবাড়িতে আসতে স্রোত ও ঢেউয়ের কবলে পরে সময় বেশি ব্যয় হচ্ছে।


বিআইডব্লিউটিসি কাঁঠালবাড়ি ঘাটের ব্যবস্থাপক জসিম উদ্দিন শিকদার বলেন, দীর্ঘ সময় বন্ধ থাকার পর সকাল থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। পদ্মায় এখনো প্রবল স্রোত ও বাতাস বইছে। তবে তা গতকালের চেয়ে কম। তাই আমরা ১৮টি ফেরির বিপরীতে ১০টি ফেরি চালাতে সক্ষম হয়েছি।


বিবার্তা/হাসান/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com